ইউসুফ আরফাত:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গা পূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন ফটিকছড়ি উপজেলা বিএনপি সদস্য শওকত উল্লাহ চৌধুরী।
১০ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলার খিরাম, বখতপুর, ধর্মপুর, জাফতনর, আবদুল্লাহপুর, সমিতিরহাট, রোসাংগিরি ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরির্দশন করেন ।
সপ্তমী পূজায় মন্ডপ পরিদর্শন শেষে শওকত উল্লাহ বলেন” ৫ তারিখে সরকার পতনের পর একটি কুচক্রী মহল হিন্দু এবং মুসলিম ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম সুযোগ নিচ্ছে। পরাজিতদের দোসরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফটিকছড়ি সব মণ্ডপে তিনটি ইউনিটে কমিটি করে বিএনপি নেতাকর্মীদের পাহারার দায়িত্বে দেওয়া হয়েছে।
এসময় তিনি আরো বলেন এ দেশ আমাদের সবার। শারদীয় উৎসবে কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলেও তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
মণ্ডপ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন,বিএনপি নেতা মোঃ শাহ আলম, জাহেদুল আলম মেম্বার, আশরাফ উদ্দীন, নাজিম উদ্দীন,মোঃ হারুন, আজিজুল হক মুন্সি,
বেলাল উদ্দীন, নাসির উদ্দীর বাহাদুর, হাসান চৌধুরী দিপু, সাইফুল ইসলাম টিটু সহ অসংখ্য নেতৃবৃন্দ।