প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি পৌরসভা শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি পৌরসভা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আখতারুজ্জামান নুরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- থানা সেক্রেটারি মো. ইউসুফ বিন সিরাজ, পৌরসভা শাখার সভাপতি মো. শোয়াইব, সেক্রেটারি জিয়াউল হক রুবেল, সহ-সভাপতি মাস্টার মো. আইয়ুব ও বিশিষ্ট ব্যাংকার এইচ এম নিজাম উদ্দিন প্রমুখ।
এসময় জামায়াত নেতারা বলেন,গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সাধারণ মানুষ বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আগামীতে জামায়াতে ইসলামী এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাজ করে যাবে। বিগত সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তারাও আমাদের মত নির্যাতিত হয়েছে। আমরা সব সময় সাংবাদিকদের পাশে থাকতে চাই। আমরা প্রত্যাশা করি আমাদের ইতিবাচক কর্মকাণ্ড লেখনির মাধ্যমে জাতির কাছে তুলে ধরবে।