বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়ি ফোরাম আইআইইউসি’র বার্ষিক নির্বাচন সভাপতি দাউদ-সম্পাদক তালেব তা’লীমুল উম্মাহ একাডেমীতে সমাপনী শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ- হারুয়ালছড়িতে তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা কাঞ্চননগরে চাইল কেয়ার স্কুলে সংর্বধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আশ্রয়ণের শিশুদের স্বপ্নযাত্রা স্কুলের উদ্বোধন দৈনিক ফটিকছড়ি’র আয়োজনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সৎ-যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: আলাউদ্দিন সিকদার জামায়াতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন স্থান নেই: ফটিকছড়ি জামায়াত ফটিকছড়িতে যে সব এলাকায় বিদ্যুৎ থাকবেনা কাল আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে:  মাসুদুর রহমান

হারুয়ালছড়িতে তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা

দৈনিক ফটিকছড়ি / ১০১ ভিউ
আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১:৪৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাষ্ট্র মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা জনসাধারণের মাঝে ছড়িয়ে দেয়া ও দক্ষ কর্মী সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে হারুয়ালছড়ি অভয়ারণ্যে কর্মশালাটি রাষ্ট্র মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা জনসাধারণের মাঝে ছড়িয়ে দেয়ার এবং দক্ষ কর্মী সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত অথিতিরা তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং দলের জন্য কার্যকরী কর্মী তৈরির উপর গুরুত্ব দেন।

তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা দলের ভিত্তি শক্তিশালী করতে এবং দলের কর্মী এবং সমর্থকদের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক হবে।

এতে হারুয়ালছড়ি বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য এডভোকেট এম.এ কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হারুয়ালছড়ি বিএনপির সদস্য সচিব ও ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মুহাম্মদ হাসান, সবেক সভাপতি মাষ্টার মুহাম্মদ মুসা, সাবেক সহসভাপতি সাগর চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি এড.ইয়াকুব আলী সিফাত, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিক চৌধুরী, উপজেলা যু্বদলের আহ্বায়ক মোর্শেদ হাজারী, যুগ্ম আহ্বায়ক সম্রাট, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ মামুন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ.এম সাইফুদ্দিন, উপজেলা মৎসজীবি দলের সভাপতি জহির উদ্দিন বাবর।

যুবদলনেতা তৌহিদুল আলম বাবলুর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, সুয়াবিল বিএনপির সদস্য ওমর ফারুক মানিক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল হালিম ও সি.সহসভাপতি রহিম উদ্দিন মিন্টু, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি জসিম চৌধুরী, ৯নম্বর ওয়ার্ডের সা.সম্পাদক রমজান ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ সওদাগর, ৪ নম্বর ওয়ার্ডের সা.সম্পাদক কামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আলী আকবর,৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, ১নং ওয়ার্ডের সা.সম্পাদক মুহাম্মদ ইদ্রিস, সি.সহসভাপতি বখতেয়ার,২নং ওয়ার্ডের সি.সহসভাপতি মাষ্টার হেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ডের সহসভাপতি জানে আলম ও যুগ্ম সম্পাদক আবুল কালাম, ৮নং ওয়ার্ডের সহসভাপতি নাসির সওদাগর, যু্বদলের সচিব হাবিবুর রহমান লোকমান, উপজেলা মৎসজীবি দলের যুগ্ম সম্পাদক লোকমান, শ্রমিকদলের সা.সম্পাদক আলাউদ্দিন, উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, যু্বদলের সিনিয়র সদস্য মুহাম্মদ সোহেল, আলমগীর, বেলাল উদ্দিন, সেলিম উদ্দিন, রবিন, ইকবাল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com