নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, “শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ হয়েছিলেন, সেখানে স্বাধীনতার ঘোষণা দিয়ে সফল হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।”
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফটিকছড়িতে নিজ গ্রামের বাড়িতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
সরওয়ার আলমগীর আরও বলেন, “কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র সফল হবে না। অচিরে নির্বাচন দিতে হবে এবং জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।” তিনি আরও বলেন, “সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে। তবে দেশপ্রেমিক জনগণ সচেতন থাকলে এই ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “৫ আগস্টের পর প্রশাসনের আশেপাশে আওয়ামী লীগের দোসররা ঘোরাঘুরি করছে।” তাদের গ্রেফতারেরও দাবি জানান তিনি।
ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বদিউল আলম তালুকদার, মহিন উদ্দিন আজম তালুকদার, আবু আজম তালুকদার, মুনসুর আলম চৌধুরী, ডা. নাজিম উদ্দীন, এস এম ইউসুফ, আলা উদ্দীন, খালেদ বাবুল, এস এম শফিউল আলম, নাসির উদ্দীন, নুরুল হুদা, মুক্তিযোদ্ধা শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল চৌধুরী, মিঞা মোশারাফুল আনোয়ার চৌধুরী, হাসানুল কবির, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজসহ প্রমুখ বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা, সাংবাদিক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং এতিমরা উপস্থিত ছিলেন।
সরওয়ার আলমগীর ফটিকছড়িবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া চেয়েছেন।
#এসএম