নিউজ ডেস্ক :চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌর এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কল্পে জরুরি সভা অনুষ্ঠিত হয়ছে।১৫ সেপ্টেম্বর সকালে ফটিকছড়ি পৌরসভার আয়োজনে পৌর হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) ও ফটিকছড়ি পৌরসভার প্রশাসক মো: মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজোম্মেল হক চৌধুরী ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরেফিন আজিম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ, ফটিকছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও ফটিকছড়ি পৌরসভার পুরুষ ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দ,বিভিন্ন এনজিওর প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন সমাজিক সংগঠনের প্রতিনিধি, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধি, ফটিকছড়ি কেন্দ্রীয় মসজিদের খতিব এবং ফটিকছড়ি পৌরসভার সহকারী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ
সময় প্রধান অতিথি বক্তব্যে মোজাম্মেল হক চৌধুরী বলেন মন্ত্রনালয় থেকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার প্রতিরোধে খুব সীমিত বরাদ্দ দেয়া হয়। এই সীমিত বরাদ্দ দিয়ে পৌরসভার ০৯টি ওয়ার্ডে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ করা খুবই কঠিণ। তাই আমাদের চারপাশে যে সমস্ত নালা-নর্দমা, বাড়ির ছাদবাগান, ডোবা এবং যেখানে ময়লা পানি জমে থাকে সেগুলো সনাক্ত করে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার পদক্ষেপ নিতে হবে। এসময় তিনি আরো বলেন ডেঙ্গু আক্রান্ত রোগী বুঝতে পারেন যে, ডেঙ্গু কতটা যন্ত্রণাদায়ক ও কষ্টের। তাই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে হবে।