নিউজ ডেস্কঃ
ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের, কবরস্থানে মিললো সদ্য ভূমিষ্ঠ হওয়া এক শিশুর মরদেহ। পরে খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভা সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকার একটি কবরস্থানের পাশ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, দিনের কোন এক সময়ে পলিথিন মোড়িয়ে্ মরদেহটি সেখানে ফেলে গেছে। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা দেখাল পুলিশকে খবর দেয়।
ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্য কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, খবর পেয়ে ফটিকছড়ি থানার একটি টিম গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে।