
আব্দুল্লাহ আল মামুনঃ হাটহাজারীতে সামাজিক সংগঠন জাগরণের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জাগরণ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাগরণের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্ট্রার জনাব মোঃ খায়রুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেব যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ও হাটহাজারী পৌরসভা সহায়ক সদস্য জনাব আজম উদ্দিন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জাগরণের উপদেষ্টা এ্যাডভোকেট এম. সাখাওয়াত হোসেন, অধ্যাপক জাবিদ মাঈনুদ্দিন, ইউনুছ খোন্দকার, অনুপম চৌধুরী, মাওলানা ইব্রাহিম খলিল সিকদার, মাওলানা ওলিউল্লাহ বিন নোমান, এ্যাডভোকেট মহসিন, শাহ আলম খান, শফিউল আলম, রিয়াজ আমিন, জিয়া হায়দার, মাহমুদুল করিম, মাওলানা এরশাদ উল্লাহ সিকদার প্রমুখ।
নানুপুর লায়লা কবির কলেজের সিনিয়র প্রভাষক মোঃ আহসান আরিফ চৌধুরী জুয়েল এর সঞ্চালনায় শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোজাহেরুল ইসলাম।