রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
ফটিকছড়ি পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা শওকত উল্লাহ নাজিরহাট সড়কের ফুটপাতে অবৈধ দোকান, ৫ ব্যবাসায়িকে জরিমানা নাজিরহাট পৌর প্রশাসকে সহয়তার দায়িত্বে যারা ফটিকছড়িতে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায় বিএনপির কেউ যদি চাঁদাবাজিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা করা হবে: সরওয়ার আলমগীর লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাসুদুর রহমান এর মায়ের জানাজা সম্পন্ন ফটিকছড়ির সাবেক শিবির নেতা মিজানুর রহমান ও মাসুদুর রহমানের মায়ের ইন্তেকালে জামায়াতের শোক প্রকাশ ফটিকছড়িতে বন্যার্তদের মাঝে মুসলিম চ্যারিটির নগদ অর্থ অনুদান ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় ফটিকছড়ি পৌরসভায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ কল্পে জরুরি সভা

আদর্শ জাতি গঠনে চরিত্রবান শিক্ষক হতে হবে- প্রফেসর মজিবুর রহমান

দৈনিক ফটিকছড়ি / ২০৯ ভিউ
আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক:  আদর্শ জাতি গঠনে চরিত্রবান শিক্ষক হতে হবে, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের ‘শিক্ষক সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত – প্রফেসর মজিবুর রহমান

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ‘কাঙ্খিত শিক্ষানীতি আমাদের করণীয় নির্ধারণে’ রাজধানীতে শিক্ষক সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেখামাত্র গুলি করার নিদের্শ দেওয়া কোনো নৈতিক শিক্ষা অর্জনকারী ব্যক্তি দিতে পারে না। খুনি শেখ হাসিনা দেখামাত্র গুলি করার নিদের্শ দিয়ে প্রমাণ করেছেন তিনি নৈতিকতাহীন, বর্বর, অমানবিক, মনুষ্যত্বহীন এবং ক্ষমতা লোভী মানুষরূপী পশু। চরিত্র শেষ হলে হারাবার কিছু আর থাকে না। খুনি সরকার চরিত্রহীন শেখ হাসিনা যাদের কে প্রশাসনের বিভিন্ন স্তরে ক্ষমতায় বসিয়েছে তারা সবাই ছিল অমানুষ। এরা গত ১৫ বছর মানুষকে কথা বলতে দেয়নি। অধিকার আদায়ে রাস্তায় দাঁড়াতে দেয়নি। খুন-গুম, হত্যা, হামলা-মামলা দিয়ে মানুষকে দিনের পর দিন বিপ্লবী আর বিদ্রোহী হয়ে উঠতে বাধ্য করেছে। যার ফলে বিপ্লবী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। তবে তার দোসরা এখনো রয়ে গেছে। এদেরকে দমন না করলে ছাত্র-জনতার বিপ্লব ধরে রাখা যাবে না। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কত দাবি উত্থাপিত হচ্ছে, কত দাবি আদায়ে রাস্তায় নেমে আসছে। দাবি পূরন করার জন্য উপদেষ্টা সরকার নয়, দাবি পূরণের জন্য প্রয়োজন জনগণের নির্বাচিত সরকার। এসময় তিনি আরো বলেন, অতিতে দেখা গেছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে ক্ষমতার স্বাদ পেয়ে ক্ষমতা আর ছাড়তে চায় না। আবার অতিতে কেউ কেউ ক্ষমতার স্বাদ পেয়ে নতুন নতুন দল গঠন করে ক্ষমতা আকড়ে ধরার চেষ্টাও করেছে। তাই তিনি রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক কাঙ্খিত শিক্ষানীতি ও আমাদের করণীয় নির্ধারণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি এসব কথা বলেন। শিক্ষক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী (দক্ষিণ) সভাপতি প্রফেসর নূর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মনির হোসেন হেলালী, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি আলী আকবর গাজী, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি সিকদার আবদুল কুদ্দুছ, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি আবদুল করিম শাহীন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি মাকসুদুর রহমান, বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি আবদুস সবুর মাতব্বর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, ইসলামিক এডুকেশন সোসাইটির সেক্রেটারী ড. ইকবাল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সারোয়ার হোসেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আ.ন.ম রফিকুল ইসলাম মাদানী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি এ.বি.এম ফজলুল করিম, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর কুরবান আলী প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যিনি বললেন ২০২৪ সালে এসেও কেন মেয়েদের হিজাব পড়তে হবে তাকেই শিল্পকলা একাডেমির মহাপরিচালক করা হয়েছে। অনতিবিলম্বে শিল্পকরা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ কে অপসারণ করতে হবে। এসময় তিনি আরো বলেন, রাষ্টের অঙ্গে-অঙ্গে আওয়ামী ফ্যাসিবাদের দোসরা এখনো ঘাপটি মেরে বসে আছে। এরা একেবার একেক রূপে আত্মপ্রকাশ করছে। অন্তর্র্বতী সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এখনো সচিবালয় সহ মাঠ প্রশাসেনর অনেক কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী স্বৈরচার পিতা এবং কন্যার ছবি রয়েছে। যতদ্রুত এসকল দোসরদের অপসারণ করা হবে ততই রাষ্ট্রের জন্য মঙ্গল হবে। নয়তো জুলাই বিপ্লবের প্রকৃত স্বাদ বাংলাদেশের জনসাধারন ভোগ করতে পারবে না।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ফ্যাসিবাদী হাসিনা শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বহু শিক্ষক ফ্যাসিবাদী হাসিনার আস্থাভাজন হওয়ার জন্য নৈতিকতা বিসর্জন দিয়ে বৃটিশ-ভারত থেকে প্রনীত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে সহায়তা করেছে। বৃটিশ-ভারতের প্রনীত এই শিক্ষা ব্যবস্থায় একঝাঁক কেরানী তৈরি হচ্ছে এবং হবে। তাই যতদ্রুত সম্ভব এই শেখ হাসিনার এই শিক্ষানীতি বাতিল করে ইসলামী শিক্ষানীতি প্রণয়ন করতে হবে এবং বাস্তবায়ন করা জরুরী। হাসিনার এই শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে নৈতিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সকল স্তরের শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে তিনি আহ্বান জানান।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী (দক্ষিণ) সভাপতি প্রফেসর নূর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, যারা মানুষ গড়বে তাদেরকেও আদর্শিক ও নৈতিকতাপূর্ণ মানুষ হতে হবে। শিক্ষকতা কে পেশা হিসেবে না দেখে জাতি গঠনের কারিগর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার এই শিক্ষানীতি কোথায় থেকে আসছে?- শিক্ষক নামে অমানুষ, চরিত্রহীন, নৈতিকতাহীন আওয়ামীলীগের দালালেরা এই শিক্ষানীতি প্রণয়ন করে বাস্তবায়নের চেষ্টা করেছে। এই শিক্ষানীতিতে মানুষ গঠন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তবে এজন্য আগে প্রয়োজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা অন্যতম। তাই শিক্ষকদের কে সেই ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই, যেই শিক্ষা ব্যবস্থায় দেশে ধর্ষনের সেঞ্চুরি হবে না। এমন শিক্ষা ব্যবস্থা চাই, যেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষক তার ছাত্রীকে বাধ্য করবে না হিজাব খুলে ফেরতে। কেন আমাদের এই নৈতিকার অভাব?- এর কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষার অভাব রয়েছে। নৈতিক শিক্ষার অভাব রয়েছে। তিনি আরো বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে গিয়ে আর ফিরে আসে না। বিদেশের মাটিতেই মেধা বিতরণ করে। কারণ দেশে মেধার মূলায়ন হয়নি। এসময় তিনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূলমন্ত্র “মেধা না কোট, মেধা-মেধা”- বাস্তবায়নের দাবি জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্তর্ভূক্ত ৭ পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরিচালক, শিক্ষকবৃন্দসহ শিক্ষাবীদগণ বক্তব্য রাখেন। বক্তারা সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করণের দাবি সহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com