শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়িতে অর্ধশতক বছর পর সড়ক পেয়ে এলাকাবাসীর মাঝে উচ্ছ্বাস ফটিকছড়িতে বালু, মাটির গাড়িতে ক্ষতবিক্ষত সড়ক ; সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত খেলাধুলা শুধু মানসিক শান্তি নয়, শরীরকে সুস্থ রাখে: মাসুদুর রহমান খেলাধুলা শুধু মানসিক শান্তি নয়, শরীরকে সুস্থ রাখে: মাসুদুর রহমান  ব্যাংকার’স ওয়েলফেয়ার  ফোরাম ফটিকছড়ি সভাপতি-নুরুল আবছার, সম্পাদক-এইচ এম নিজাম বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করছে অনুপ্রবেশকারীরা: সরওয়ার আলমগীর সমাজের বঞ্চিত মানুষের জন্য কাজ করে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব- ইউএনও মোজাম্মেল হক চৌধুরী ঈদ সামনে রেখে সিএনজি ভাড়া মনিটরিং, মোবাইল কোর্টের হুঁশিয়ারি ইউএনও’র স্বাধীনতাযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছিল স্বৈরাচারী সরকার – কর্নেল বাহার

বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করছে অনুপ্রবেশকারীরা: সরওয়ার আলমগীর

দৈনিক ফটিকছড়ি / ৯৯ ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ

ফটিকছড়ি,

 

ফটিকছড়িতে বিএনপির নাম ব্যবহার করে অনুপ্রবেশকারীরা চাঁদাবাজি, দখলদারিত্ব ও  খুনসহ উত্তর ফটিকছড়িতে একাদিক হত্যাকান্ড ঘটিয়েছে।

 

৫ এপ্রিল (শনিবার) ফটিকছড়ির  আইনশৃঙ্খলা  অবনতিসহ উপজেলার সমসাময়িক বিষয় নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর স্থানীয় সাবাদিকদের সাথে মতবিনিময় এই কথা বলেন তিনি।

 

এসময় তিনি বলেন ৫ আগস্টের পর থেকে একাধিক খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।  প্রকৃত আসামিরা গ্রেফতার না হওয়ায় অপরাধ বাড়ছে। আইনশৃঙ্খলা চরম অবনতির দায় প্রশাসনসহ থানা পুলিশ এড়াতে পারে না বলেও জানান তিনি । এসব ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান জেলা বিএনপি নেতা সরওয়ার আলমগীর।

তিনি আরো বলেন-ফটিকছড়ির বিভিন্ন খালে অবৈধ বালু উত্তোলন, বন থেকে কাঠ পাচার, কৃষির জমির টপ সয়েল কাটা নিয়ে প্রশাসনের নিরব ভূমিকা প্রশ্নবিদ্ধ !

 

তিনি  আরো বলেন-বিএনপি শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একটি দল।  আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বিএনপিতে চাঁদাবাজসহ কোন অন্যায়কারীর স্থান নাই।

 

সরওয়ার আলমগীর দাবি করেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো প্রশাসনের আশপাশে ঘুরছে। তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।’

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, তাহের সিদ্দিকী, মহিউদ্দিন আজম তালুকদার, মহিবুল্লাহ বাহার, খালেদ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মুনসুর, দৌলত মিয়া, রশিদ চৌধুরী, মো. এরশাদ, জসিম উদ্দিন নান্নু, আবু সালেহ, মো. রিপন, মোজাহারুল ইকবাল লাভলু, শেখ সুমন, মো. ইব্রাহিম, মো. আবছার, মো. তারেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, আলাউদ্দিন, মো. সুজন, মো. এনাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com