নিউজ ডেক্স:
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজার মনিটরিং এবং ফুটপাতে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদকল্পে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে৷
১ অক্টোবর মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো: মেজবাহ উদ্দিন।
এ সময় ফুটপাতে অবৈধভাবে মালামাল রেখে জনসাধারণের চলাচলের পথ সংকুচিত করার অপরাধে ৩জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুসারে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও প্রায় ৫০ জন ব্যবসায়ীকে আগামী ২ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়।
জনসেবা নিশ্চিতকল্পে নাজিরহাট পৌরসভা বদ্ধপরিকর বলে জানান পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।