সম্পাদকীয় কলাম;
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধের জন্য আবেদিত, ফটিকছড়ি’র প্রথম অনলাইন ও জনপ্রিয় নিউজ পোর্টাল “দৈনিক ফটিকছড়ি” -ফটিকছড়ি জুড়ে আমরা স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে যাত্রা শুরু করে।
শুরু থেকেই ‘দৈনিক ফটিকছড়ি” প্রতিনিধিদের ক্ষুরধার লেখনী, নিরপেক্ষ সংবাদ প্রচার আর সংবাদের পিছনের সংবাদ সংগ্রহ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দৈনিক ফটিকছড়ি পেয়েছে লক্ষ পাঠকের ভালোবাস।
ফটিকছড়ি গণমানুষের কথা বলতে ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করা এই অনলাইন পত্রিকাটি ফটিকছড়ি মানুষের ন্যায্য দাবি পূরণে এবং ফটিকছড়িকে দেশে-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।
যার ফল স্বরুপ বিশ্বের বিভিন্ন দেশে সৃষ্টি হয়েছে হাজার হাজার পাঠক ও ফলোয়ার।
“দৈনিক ফটিকছড়ি’ কাজ করছে জাতীয় পত্রিকা এবং টিভি চ্যানেল সাংবাদিক, রয়েছে ইউপি ও কলেজ ভিত্তিক প্রতিনিধি, রাজনীতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যাক্তির ভালোবাসা। যেখানেই অনিয়ম দূর্নীতি এবং সাধারণ মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়, সেখানেই এ দৈনিক ফটিকছড়ি’র থাকে দূরসাহসীক ভূমিকা।
বলা যায়, “দৈনিক ফটিকছড়ি” ফটিকছড়ি’র গণমানুষের বন্ধু। ফটিকছড়ি থেকে বেঁড়ে উঠা ভিবিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী এ পত্রিকায় ছড়া, প্রবন্ধ, সম্পাদকীয় লিখছেন। ফটিকছড়ি উন্নয়ন-অগ্রগতি, অধিকার, রাজনীতি, সমাজনীতি, সামাজিক সংগঠন, দান-প্রতিদানের কথা নিয়মিত বলে যাচ্ছে এ এই অনলাইন পত্রিকাটি। দৈনিক ফটিকছড়ি আজ ফটিকছড়ি’র মধ্য সীমাবদ্ধ নেই, দেশ ছেড়ে প্রবাসে বসবাসকারী ফটিকছড়িবাসীদের কাছেও সাড়া ফেলেছে।
“দৈনিক ফটিকছড়ি” সড়ক পথ ভাঙ্গন, অবহেলিত যাতায়াত ও শিক্ষা ব্যবস্থা নিয়ে এ পর্যন্ত অনেক রিপোর্ট করেছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। এ অনলাইন পত্রিকাটি ফটিকছড়িসহ দেশ-বিদেশের সব পেশা, শ্রেণি, ধর্ম ও গোত্রের সংবাদ প্রকাশ করে আসছে। পত্রিকাটি সাজিয়েছে ভিবিন্ন বিভাগ। অপরাধ, দূর্নিতি, মাদক, বাল্যবিবাহ, যৌন হয়রানি, পাহাড় কাটা, রাস্তা ভাঙ্গন, যাতায়াত ব্যাবস্থার অবনতি এবং উন্নতি সব খবর এখানে গুরুত্ব সাথে পাঠকদের সামনে তুলে ধরছেন পত্রিকাটি। ফটিকছড়ি’র প্রতিটি ইউপির সংবাদ সমান গুরুত্বের সঙ্গে এতে উঠে আসে। উঠে আসে সাহিত্য, সংস্কৃতি, ধর্মসহ নানান বিষয়ের গুরুত্বপূর্ণ সংবাদও।
“দৈনিক ফটিকছড়ি” নিয়মিত আয়োজনে থাকে ফটিকছড়ি তথা দেশ- বিদেশ ও শিক্ষাঙ্গনের জাতীয় বিষয় নিয়ে বিশেষ টক-শো।
সময়ের সাথে তাল মিলিয়ে, পথচলার দীর্ঘ ৬বছর পর ২০২৩ নতুন রূপে ধারণ করেছে দৈনিক ফটিকছড়ি।
২০১৭ সালের ২২ আগস্ট থেকে যাত্রার পর প্রথমবারের মত লোগো পরিবর্তন করল প্রতিষ্ঠানটি। নতুন লোগোটি তৈরি করা হয়েছে লাল ও কালো রঙের সংমিশ্রনে।‘ফটিকছড়ি জুড়ে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে নতুন রূপে হাজির হচ্ছে এই অনলাইন নিউজ পোর্টালটি চালু করেছে অনলাই ই-পেপার।
সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় আমাদের। “দৈনিক ফটিকছড়ি” প্রতিষ্ঠার পর থেকে বিগত ৬ বছরে পৌছে গেছে দেশ-বিদেশের সকল শ্রেণির মানুষের কাছে। পাঠকদের জন্য নতুন বছরে আরও কিছু নতুনত্ব নিয়ে হাজির হওয়ার প্রচেষ্টা থেকেই আনা হয়েছে লোগোটির পরিবর্তন। প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে অনন্য ভূমিকা রাখবে এবং পাঠকদের কাছেও আরও সমাদৃত হবে। দৃষ্টিনন্দন নতুন এই লোগোটি তৈরি করেছে ফাই আইটি সল্যুশন।
উল্লেখ্য, সংবাদের পাশাপাশি সামাজিক দায়বন্ধতা থেকে সামাজিক, রাজনৈতিক, প্রবাসী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক টক-শোসহ নানা অসংগতি ও ইতিবাচক দিকগুলো তুলে ধরছে “দৈনিক ফটিকছড়ি”। দর্শকমহলেও সেসব ভিডিও ব্যাপক সাড়া ফেলছে। বিগত সময়ের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতেই, এই অনলাই ই-পেপার চালু করে সবার কাছে নিজেদের নতুন রুপে তুলে ধরল সংবাদমাধ্যমটি।
কলাম,
ফোরকান মাহমুদ
সম্পাদক ও প্রকাশক, দৈনিক ফটিকছড়ি