নুরুল আবছার নূরী: আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা নির্বাচন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে করছে, ফটিকছড়ি নাজিরহাট পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী এডঃ মোঃ ইসমাইল গণী।
তিনি গতকাল (১৩মার্চ) সকাল থেকেই বাবুনগর, ইমাম নগর, বাধেঁর পার, আজম ক্লাব, বোর্ড স্কুল, শাহ চৌমহনী, দিঘীরপার ঝংকার মোড়সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

সন্ধ্যায় মাওলানা কাজী মুহাম্মদ জসিম উদ্দিন সভাপতিত্বে চুরখাঁহাট বাজারে পথ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ইউছুপ, হাফেজ মোঃ জসিম ওমর ফারুক, মোঃ ইরফান উদ্দিন।
মোঃ আরিফের পরিচালনায় অনুষ্ঠিত সভায়- মেয়র প্রার্থী এডঃ মোঃ ইসমাইল বলেন নাজিরহাট পৌসভাকে দূর্নিতী হয়রানী, চাঁদাবাজ মুক্ত, জনবান্ধ প্রশাসন, আধুনিক নাগরিক সুবিধা, সুষম উন্নয়ন, নিশ্চিত করে ন্যায় ইনসাফ ভিত্তক পরিবেশবান্ধব, আদর্শ পৌরসভা গড়ার জন্য দলমত নির্বিশেষ আগামী ১৬ মার্চ জগ মার্কায় ভোট দেয়ার আহবান জানান সবদরণে গুজব,ভয়ভিতর উদ্ধে উঠে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান অনুরোধ জানান।